ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

২১ আগস্ট মামলা: ফের বাড়লো তদন্ত প্রতিবেদন জমার মেয়াদ

মবিনুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১০
২১ আগস্ট মামলা: ফের বাড়লো তদন্ত প্রতিবেদন জমার মেয়াদ

ঢাকা: ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার মেয়াদ আবারও ২ মাস বাড়িয়েছেন আদালত।

মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির বিশেষ পুলিশ সুপার আব্দুল কাহার আকন্দ গত ৩০ সেপ্টেম্বর ৪ মাস সময় বাড়ানোর আবেদন করেন।



রোববার ঢাকার ভারপ্রাপ্ত জ্যেষ্ঠ বিশেষ জজ ইসমাইল হোসেন শুনানি শেষে আগামী ৩ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য সিআইডিকে নির্দেশ দেন।

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার বিশেষ সরকারী কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমানের সহকারী অ্যাডভোকেট আকরাম উদ্দিন শ্যামল বাংলানিউজকে জানান, এ নিয়ে ছয়বার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার মেয়াদ বাড়ানো হলো।

এ মামলায় ২০০৮ সালের ২৯ অক্টোবর মুফতি হান্নানসহ ২২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মামলায় ৬১ জনের সাক্ষ্য নেওয়ার পর রাষ্ট্র্রপক্ষ মামলাটির পুনর্তদন্ত চেয়ে আদালতে আবেদন করে। গত বছরের ৩ আগস্ট আদালত তা মঞ্জুর করেন।

প্রসঙ্গত, ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত জনসভায় সন্ত্রাসীরা ভয়াবহ গ্রেনেড হামলা চালায়। হামলায় প্রেসিডেন্ট জিল্লুর রহমানের স্ত্রী ও আওয়ামী লীগের তৎকালীন মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৩ জন নির্মমভাবে নিহত হন। অল্পের জন্য প্রানে বেঁচে যান তৎকালীন বিরোধীদলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। আহত হন শতাধিত নেতাকর্মী।

ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক ২টি মামলা দায়ের করা হয়।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।