ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

উত্তরবঙ্গে সোমবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১০

দিনাজপুর: উত্তরবঙ্গে সোমবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। ৭২ ঘণ্টার আল্টিমেটামের মধ্যে ১০ দফা দাবি মেনে না নেওয়ায় শ্রমিকরা ধর্মঘটের ডাক দেয়।


 
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন উত্তরবঙ্গ আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মজিবর রহমান বাংলানিউজকে জানান, ৪ অক্টোবর সোমবার থেকে উত্তরবঙ্গের ১৬ জেলায় অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট পালন করা হবে। ৭২ ঘণ্টার আল্টিমেটাম শেষ হলেও পুলিশের চাঁদাবাজি বন্ধ, শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, কারাবন্দি শ্রমিক নেতাদের নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবি মেনে না নেওয়ায় শ্রমিকরা ধর্মঘটে যাচ্ছে।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর দুপুরে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন উত্তরবঙ্গ আঞ্চলিক কমিটির এক জরুরি সভায় ১০ দফা দাবি তুলে ধরা হয়।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad