ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঢাকা-পাগলা-মুন্সীগঞ্জ সড়ক মেরামতে ১৫ কোটি টাকা বরাদ্দ

প্লাবন রাজু, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১০

নারায়ণগঞ্জ: ঢাকা-পাগলা-মুন্সীগঞ্জ সড়ক মেরামতের জন্য যোগাযোগ মন্ত্রণালয় থেকে ১৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।  

আগামী দুই মাসের মধ্যে এ সড়কগুলিতে পূর্ণাঙ্গ কাজ শুরু করা হবে।



রোববার সকাল ১০টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এক বৈঠক শেষে এ কথা বলা হয় ।

বৈঠকে সাংসদ নাসিম ওসমান, অতিরিক্ত জেলা প্রশাসক আমিন-উল্লাহ নূরী, জেলা আওয়ামী লীগের যুুগ্ম-আহ্বায়ক মফিজুল ইসলাম, ঢাকা বিভাগীয় সড়ক পরিবহন সংস্থার নির্বাহী প্রকৌশলী মনির হোসেন এবং পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বৈঠকে বলা হয়, আগামীকাল সোমবার থেকে পঞ্চবটি-পাগলা সড়কের বড় বড় গর্ত ভরাট করা হবে। আর আগামী রোববার থেকে পঞ্চবটি-মুন্সীগঞ্জ সড়ক মেরামতের কাজ শুরু করা হবে।

বৈঠক শেষে নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ জেলা বাস-মিনিবাস (কোম্পানি), ট্রাক ও কার্ভার্ড ভ্যান মালিক ঐক্যজোট নেতা মুক্তার হোসেন এর সত্যতা নিশ্চিত করেন।

রোববারের ধর্মঘট প্রত্যাহার প্রসঙ্গে তিনি বাংলানিউজকে বলেন, ‘সাংসদ নাসিম ওসমান, জেলা প্রশাসন ও অন্যান্য সংস্থার কর্মকর্তাদের আশ্বাসের ভিত্তিতে রোববারের আহুত ধর্মঘট প্রত্যাহার করা হয়। ’

উল্লেখ্য, দীর্ঘ ৮ বছর ঢাকা-পাগলা-মুন্সীগঞ্জ সড়কে কোনো সংস্কার কাজ হয়নি।  

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad