ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চট্টগ্রামে ৩ বোনকে এসিড নিক্ষেপের ঘটনায় মামলা দায়ের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১০

চট্টগ্রাম: চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন জয়নগরে ৩ বোনকে এসিড নিক্ষেপের ঘটনায় রোববার মামলা দায়ের করা হয়েছে।

এসিড সন্ত্রাসের শিকার দুই সহোদরা কারিনা ও তাসনিনের বাবা ব্যবসায়ী  আনোয়ারুল মুবিন এসিড আইনের- ৫ ধারায় পাঁচলাইশ থানায় এ মামলা দায়ের করেন।



মামলার এজাহারে আসামিদের কারো নাম উল্লেখ না করে নিকটাত্মীয়, আত্মীয়স্বজনের ইন্ধনে অন্য কেউ এ হামলা করেছে বলে সন্দেহ করা হয়েছে।

জানা গেছে, শনিবার ভোরে বিয়ের মাত্র ৮ দিন আগে জয়নগরে নিজ বাড়িতে কনে মুনতাহার কারিনা (২০), তার ছোট বোন সালসাবিল তাসনিম (১৭) এবং খালাতো বোন শারমিন ফারজানাকে (২১) দুর্বৃত্তরা এসিডে ঝলসে দেয়। ওই  সময় তাদের মা ও বাবা বাসায় ছিলেন না।

আহত ৩ বোনই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পুলিশ ধারণা করছে, ভিকটিমদের নিকটত্মীয়রা এ ঘটনার সাথে জড়িত।

এ ব্যাপারে পাঁচলাইশ জোনের সহকারী পুলিশ কমিশনার রেজাউল মাসুদ বাংলানিউজকে বলেন, ‘আমরা ৩ ভিকটিমের মোবাইল ফোনের কললিস্ট ধরে অগ্রসর হচ্ছি। প্রেমঘটিত কারণে বিয়ে ভেঙে দিতে নিকটাত্মীয়দের  কেউ এটা করে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। তাই, সরাসরি না ছুড়ে সিরিঞ্জ দিয়ে এসিড ছোড়া হয়েছে, যেন জখম কম হয়। ’

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, অক্টোবর ০১,২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।