ঢাকা, মঙ্গলবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

রংপুরে খুঁটি পড়ে শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৫, মার্চ ২৩, ২০২৩
রংপুরে খুঁটি পড়ে শ্রমিকের মৃত্যু

রংপুর: রংপুরে একটি নির্মাণাধীন ভবনের পাইলিং মেশিনের খুঁটি পড়ে মোবাশ্বের আলী (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন দুই শ্রমিক।

আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সন্ধ্যার দিকে বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল ইসলাম।  

এর আগে, সকাল ১১টার দিকে মহানগরীর গণেশপুর দোলাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত আলী নীলফামারীর জলঢাকা উপজেলার পাইটক্যাপাড়ার বাসিন্দা।

আহতরা হলেন- ওই পাড়ার শ্রী জুয়েল চন্দ্র রায়ের ছেলে কার্তিক রায় (২৫) ও  মানিক চন্দ্র রায়ের ছেলে অজয় রায় (১৬)।  

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনের কাজ শেষে পাইলিং মেশিন তোলার সময় খুঁটি সরে গিয়ে পড়ে যায়। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই আলীর মৃত্যু হয়। এ সময় আহত হন কার্তিক ও মানিক। আহতরা বর্তমানে রমেক হাসপাতালে চিকিৎসাধীন।  

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার এসআই রাসেল ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।