ঢাকা, সোমবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

জাতীয়

শিক্ষকরা বেত্রাঘাত করেছেন বলেই আমরা মানুষ হয়েছি: ত্রাণ প্রতিমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০০, মার্চ ২২, ২০২৩
শিক্ষকরা বেত্রাঘাত করেছেন বলেই আমরা মানুষ হয়েছি: ত্রাণ প্রতিমন্ত্রী

রংপুর: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, ‘স্কুলে থাকাকালীন আমরাও অনেক দুষ্টুমি করেছি। আমাদের শিক্ষকরা বেত দিয়ে পিটিয়েছিলেন।

একটা বেত ভেঙে গেলে আরেকটা বেত ভেঙেছেন। সে সময় শিক্ষকরা শাসন করেছেন বিধায় মানুষ হতে পেরেছি।

বুধবার (২২ মার্চ) দুপুরে রংপুর নগরীর রবার্টসনগঞ্জ উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী মাধ্যমিকের ছাত্র থাকাকালীন রবার্টসনগঞ্জ উচ্চবিদ্যালয়ে পড়াশোনা করেছেন। বুধবার নিজ স্কুলে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত হয়ে এসে স্মৃতিচারণ করেন ছাত্রজীবনের।

প্রতিমন্ত্রী বলেন, স্কুলে পড়াশোনাকালে দুষ্টুমির কারণে শিক্ষকরা আমাদের বেত দিয়ে পিটিয়েছেন। যদি না পেটাতেন তাহলে আমরা মানুষ হতাম না। শিক্ষকদের বেতের আঘাতে তখন কষ্ট লাগলেও এখন মনে হয় সেই বেতের আঘাত আশীর্বাদ হয়ে এসেছে। ’

তিনি বলেন, ‘রবার্টসনগঞ্জ উচ্চ বিদ্যালয়ের যখন ছাত্র ছিলাম তখন দেশে উত্তাল সময় অতিক্রম করছে। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে আমিসহ আমাদের স্কুলের অনেক বন্ধুরা মিলে সারাদিন মিছিল মিটিং করে পার করেছি। ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর হয়ে মিছিল মিটিং করেছি। সে সময়ের স্মৃতিগুলো এখনও মনে পড়ে। ’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ সিদ্ধান্ত সামাজিক নিরাপত্তার অন্যতম সিদ্ধান্ত। আশ্রয়হীনরা প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে এখন স্বাবলম্বী হয়ে উঠেছে। ’

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, মার্চ ২২, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।