ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

জাতীয়

বন রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৬, মার্চ ২১, ২০২৩
বন রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান

খাগড়াছড়ি: ‘সুস্থ শরীর সুস্থ মন, যদি থাকে সমৃদ্ধ বন’ এই শ্লোগানকে সামনে রেখে খাগড়াছড়িতে পালিত হয়েছে আন্তর্জাতিক বন দিবস।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২১ মার্চ) সকালে জেলার মারমা কল্যাণ সংসদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় উন্নয়ন সংস্থা তৃণমূল ও বন বিভাগের যৌথ আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

তিনি বলেন, পরিবেশ রক্ষা করতে হলে বনকে রক্ষা করতে হবে। এক সময় পাহাড়ে বিশাল বন ছিল, এখন আর নেই। তাই বন রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক মুনতাসির জাহানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন- বিভাগীয় বন কর্মকর্তা মো. হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ সুপার জেনিয়া চাকমা, ইউএনডিপির মাঠ সংগঠক উচিমং চৌধুরী, স্থানীয় উন্নয়ন সংস্থা তৃণমূলের নির্বাহী পরিচালক রিপন চাকমা।

আলোচনা সভার আগে মারমা সংসদ এলাকায় একটি সংক্ষিপ্ত শোভাযাত্রা করা হয়।

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, মার্চ ২১, ২০২৩
এডি/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ