ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মেক্সিকোয় মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ৯ জনকে গুলি করে হত্যা, আহত আরো ৯ জন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৩ ঘণ্টা, জুন ২৭, ২০১০

মেক্সিকো: মেক্সিকোর উত্তরে একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে বন্দুকধারীদের হামলায় ৯ জন নিহত এবং আরও ৯ জন আহত হয়েছেন।

সরকারিভাবে সূত্রে বলা হয় গতকাল শনিবার মেক্সিকোর ডুরানগো রাজ্যের গোমেজ পালাসিও শহরে এ হামলার ঘটনা ঘটে।



নিহতদের মধ্যে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের মালিকও রয়েছেন। হত্যাকান্ডের উদ্দেশ্য জানার জন্য তদন্ত চলছে।

এর আগে, চলতি মাসের শুরুতে চিহুয়াহুয়া রাজ্যের একটি মাদকসক্ত নিরাময় কেন্দ্রে একইধরনের একটি হামলা চালানো হয়েছিল। ঐ হামলায় ১৯ জন নিহত হয়েছিলেন।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৩১৩ ঘন্টা, ২৭ জুন, ২০১০
এসআইএস/ডিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।