ঢাকা, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

জাতীয়

রাজধানীতে ৪৭তম থানা উদ্বোধন

আল মাসুদ নয়ন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৮ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১২
রাজধানীতে ৪৭তম থানা উদ্বোধন

ঢাকা: রাজধানীতে শাহজাহানপুর নামে আরেকটি নতুন থানার কার্যক্রম শুরু হলো। এ নিয়ে ঢাকা মহানগরে থানার সংখ্যা দাঁড়াল ৪৭টি।



শুক্রবার বিকেলে এ থানা উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।

এ উপলক্ষে শাহজাহানপুর উচ্চবিদ্যালয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাস্ট্রমন্ত্রী সাহারা খাতুন।

এছাড়া আরও উপস্থিতি ছিলেন আইন প্রতিমন্ত্রী অ্যাড. কামরুল ইসলাম, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি, পুলিশের আইজিপি হাসান মাহমুদ খন্দকার, ডিএমপি কমিশনার বেনজির আহমেদসহ পুলিশের ‌ ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নতুন এ থানার আয়তন ১.৭৭ বর্গকিলোমিটার। জনসংখ্যা ২ লাখ ৭৪ হাজার ৩২৪ জন।

থানার সীমানা উত্তর দিকে বিশ্বরোডের দক্ষিণ পাশ দিয়ে রেলওয়ে স্টেশনের সীমানা প্রাচীর ঘেঁষে খিলগাঁও রেলওয়ে ক্রসিং হয়ে মালিবাগ রেলক্রসিং পর্যন্ত। দক্ষিণ দিকে গোপীবাগ বাজার হয়ে বক্স কালভার্ট রোড ও রেলক্রসিং হয়ে খাল বরাবর বিশ্বরোড পর্যন্ত। পূর্ব দিকে বিশ্বরোডের পশ্চিম পাশ দিয়ে রেলওয়ে স্টেশনের সীমানা ঘেঁষে খিলগাঁও রেলওয়ে ক্রসিং হয়ে বক্স কালভার্ট রোড ক্রসিং পর্যন্ত। পশ্চিম দিকে মালিবাগ রেলওয়ে ক্রসিং হয়ে মৌচাক রোড, মালিবাগ রোড, রাজারবাগ, চানমারি রেলওয়ে ক্রসিং হয়ে আইসিডি পর্যন্ত।

মতিঝিল থানা ভেঙ্গে নতুন এ থানা সৃষ্টি হলো। থানাটির জনবল ৭৭ জন। এর মধ্যে ২ জন ইন্সপেক্টর,  ১৯ জন উপ-পরিদর্শক, ৩ জন সহকারী উপ-পরিদর্শক, ৩৪ জন কনস্টবল, একজন বাবুর্চি ও ১ জন সুইপার রয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন আনিসুর রহমান। ভারপ্রাপ্ত কর্মকর্তার ফোন নম্বর- ০১৭৬৯০৫৮০৬৩ ও ৯৩৬০৫৩৫। এছাড়া থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নম্বর ৯৩৬০৫৩৫।


বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১২

এএমএন/
সম্পাদনা: নজরুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।