ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

দামুড়হুদায় ৬০০ গ্রাম হেরোইন জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৮, মার্চ ১৫, ২০২৩
দামুড়হুদায় ৬০০ গ্রাম হেরোইন জব্দ

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী মুন্সিপুর গ্রাম থেকে ৬০০ গ্রাম হেরোইন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বুধবার (১৫ মার্চ) বেলা ১২টার দিকে মুন্সিপুর মুচির বটতলা গ্রামে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি প্লাস্টিকের বস্তা থেকে ওই মাদক জব্দ করা হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান পিএসসি এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, মুন্সিপুর গ্রামের মধ্যে দিয়ে ভারতীয় হেরোইন পাচার করা হবে - গোপন তথ্যের ভিত্তিতে দুপুরের দিকে সেখানে অভিযান চালানো হয়। এ সময় টহলদল আম বাগানের ভেতরে ফেলে যাওয়া মাদক কারবারিদের প্লাস্টিকের একটি বস্তা দেখতে পান। পরে বস্তাটি খুললে একটি প্যাকেটে ৬০০ গ্রাম ভারতীয় হেরোইন মেলে।  

এ ব্যাপারে হাবিলদার জামাল হোসেন বাদী হয়ে পরবর্তীকালে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।