ঢাকা, বুধবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০১ মে ২০২৪, ২১ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় একই দিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা-বায়োমেট্রিক গ্রহণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় একই দিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা-বায়োমেট্রিক গ্রহণ

ব্রাহ্মণবাড়িয়া: বিআরটিএ ও জেলা প্রশাসনের উদ্যোগে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে একই দিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ প্রক্রিয়া উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক অনুষ্ঠানের অয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট হেলেনা পারভিন।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শাহগীর আলম, বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান, বিআরটিএ উপ-পরিচালক এম এ আশরাফ ছিদ্দিক প্রমুখ।

সভায় বক্তারা জানান, বিআরটিএর সব সেবা এখন ডিজিটালাইজড। ড্রাইিভং লাইসেন্স প্রাপ্তিতে গ্রাহকের সময় অপচয় ও ভোগান্তি লাঘব করার জন্য একই দিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও  বায়োমেট্রিক গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে ৭ দিনের মধ্যেই গ্রাহকের ঘরে পৌছে যাবে ড্রাইভিং লাইসেন্স। সভায় টেকসই উন্নয়নের পূর্বশর্ত উন্নত ও নিরাপদ সড়কের লক্ষ্যে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।