ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নাশকতাই বিএনপি নেতাদের গ্রেপ্তারের কারণ: স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী

স্টাফ করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৮ ঘণ্টা, জুন ২৭, ২০১০

ঢাকা: স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু বলেছেন, সুনির্দিষ্ট কারণ ও অভিযোগ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউকে গ্রেপ্তার করেনি। ভাঙচুর ঠেকাতে ও আক্রমণ থেকে নিরীহ পথচারীদের রক্ষা করতে পুলিশ এ ব্যবস্থা নিয়েছে।



হরতালে মির্জা আব্বাস, অধ্যাপক আবদুল মান্নানসহ বিএনপি নেতাদের গ্রেপ্তার প্রসঙ্গে আজ রোববার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী বলেন, ‘শনিবার ৮/১০টি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এটা কি শান্তিপূর্ণ হরতালের নমুনা? জাতি এমনটা আশা করেনি। সে কারণে তাদের গ্রেপ্তার করা হয়ে থাকতে পারে। তারা হরতাল আহবান করেছেন। তাদের নির্দেশেই ভাংচুর হয়ে থাকে।

তিনি আরও বলেন, ‘কেউ দোকানপাট বন্ধ রাখতে বাধ্য করলে বা যানবাহন চলাচলে বাধা দিলে, নিরীহ পথচারীদের হয়রানি করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের গ্রেপ্তার করবেই। নাশকতামূলক কাজের জন্য তাদের গ্রেপ্তার করা হতে পারে।

এরশাদের শাসনালের মতো বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে বিএনপি মহাসচিবের অভিযোগের জবাবে স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী বলেন, ‘তাদের আমলে হরতালের সময় তারা কী গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করেছেন? ওই সময়ের হরতালের ফুটেজ দেখলে তারা নিজেরাই লজ্জা পাবেন। সে তুলনায় আওয়ামী লীগ তাদের সঙ্গে কিছুই করছে না। ’

বিএনপির হরতালকে অযৌক্তিক আখ্যা দিয়ে শামসুল হক টুকু বলেন, ‘তারা গ্যাস ও বিদ্যুতের দাবিতে হরতাল করছে। এসব সংকটতো তাদেরই সৃষ্টি। এসব ইস্যুতে হরতাল করার নৈতিক অধিকার তাদের নেই। কী কারণে তারা হরতাল করছে তাও তারা জাতিকে বোঝাতে পারেনি বিএনপি। ’

দেশের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে এবং যুদ্ধাপরাধীদের বিচার ব্যাহত করতে বিরোধীদল এ হরতাল আহবান করেছে বলেও মন্তব্য করেন তিনি।

হরতাল প্রতিহত করা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা হরতাল প্রতিহত করবো না। বিএনপি যখন ক্ষমতায় ছিল তারা যেভাবে হরতাল প্রতিরোধ করেছিল তা আমরা করবো না। তাই বলে সরকারকে দুর্বল ভাবাও ঠিক হবে না। ’

শাহবাগে বিএনপি সাংসদ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির ওপর পুলিশি হামলার অভিযোগ অস্বীকার করে স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী বলেন, ‘সাংসদ এ্যানিকে পুলিশ কোনো আঘাতও করেনি। মিছিল থেকে আস্তে করে তিনি বসে পড়লেন। তিনি হয়তো অসুস্থ্য। ’

বিরোধীদলকে সংসদে আসার আহবান জানিয়ে টুকু বলেন, ‘কোনো দাবি-দাওয়া থাকলে সংসদে এসে কথা বলুন। অযৌক্তিক হরতাল দিয়ে জনগণকে কষ্ট দেওয়া, গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা কোনো দায়িত্বশীল বিরোধীদলের কাজ নয়। ’

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জুন ২৭, ২০১০
ইউবি/এসএফ/বিকে/এমএমকে/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।