ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দ্রুত নিয়োগের দাবিতে ২৮তম বিসিএসে উত্তীর্ণদের মানববন্ধন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, অক্টোবর ২, ২০১০
দ্রুত নিয়োগের দাবিতে ২৮তম বিসিএসে উত্তীর্ণদের মানববন্ধন

ঢাকা: জনপ্রশাসনে অবিলম্বে নিয়োগ দেওয়ার দাবিতে ২৮তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণরা শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করেন।

এসময় তারা সাংবাদিকদের বলেন, ‘২৮তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে দুই হাজার ৭০০ জন বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে প্রথম শ্রেণীর নন-ক্যাডার পদে নিয়োগ পাওয়ার অপেক্ষায়।

এ লক্ষ্যে সংস্থাপন মন্ত্রণালয় গত ১০ মে ‘নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা ২০১০‘ জারি করে। এ অধ্যাদেশের আলোকে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) নন-ক্যাডার পদে নিয়োগের জন্য ২২ জুলাইয়ের মধ্যে এ দুই হাজার ৭০০ জনের কাছ থেকে আবেদন জমা নেয়। কিন্তু এরপর দুই মাস পার হয়ে গেলেও কাউকে নিয়োগ দেওয়া হয়নি। ’

তারা প্রথম শ্রেণীর নন-ক্যাডার পদে অবিলম্বে তাদের নিয়োগের সিদ্ধান্ত কার্যকর করতে সরকারের প্রতি আহ্বান জানান।

একই দাবিতে রোববার সকাল ১১টায় পিএসসির সামনে মানববন্ধন এবং প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হবে বলেও মানববন্ধন শেষে উত্তীর্ণরা সাংবাদিকদের জানান।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, ০২ অক্টোবর, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।