ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

যশোরে পিটিয়ে স্ত্রী হত্যা

তৌহিদ জামান, যশোর প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, অক্টোবর ২, ২০১০

যশোর: যশোরের বাঘারপাড়া উপজেলার বন্দবিলা গ্রামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে তার স্বামী।

নিহত গৃহবধূর নাম রাশেদা (২৮)।

ঘাতক স্বামীর নাম শওকত আলী।

রাশেদার পরিবারের অভিযোগ, যৌতুকের দাবিতেই তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

নিহতের ভাই শহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, চার বছর আগে তার বোন রাশেদার সঙ্গে বাঘারপাড়া উপজেলার বন্দবিলা গ্রামের শওকতের বিয়ে হয়। বিয়ের পর থেকেই রাশেদার ওপর যৌতুকের চাপ দিয়ে আসছে শওকত।

শুক্রবার রাতে একই কারণে রাশেদাকে  বেদম পিটুনি দেয় শওকত। শনিবার দুপুর ১২টার দিকে মুমূর্ষু অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে রাশেদা মারা যায়।

এ ঘটনার পর থেকে শওকতের বাড়ির লোকজন পলাতক রয়েছে।

কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তোফায়েল বাংলানিউজকে জানান, লাশের শরীরে আঘাতের অনেক চিহ্ন রয়েছে। পোস্টমর্টেমের পর বিস্তারিত জানা যাবে।

হত্যাকাণ্ডের ব্যাপারে বাঘারপাড়া থানায় মামলা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, অক্টোবর ২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।