ঢাকা, রবিবার, ২৭ আশ্বিন ১৪৩২, ১২ অক্টোবর ২০২৫, ১৯ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

মোবাইল ছিনতায়ের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৫, মার্চ ১০, ২০২৩
মোবাইল ছিনতায়ের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেফতার

চাঁপানবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মোবাইল ছিনতায়ের অভিযোগে রাজন আলী (২৫) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ

বৃহস্পতিবার (৯ মার্চ) রাতে শিবগঞ্জ বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।  

শুক্রবার (১০) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

 

রাজন শিবগঞ্জ পৌর এলাকার শেখটোলার বাসিন্দা ও  শিবগঞ্জ পৌর ছাত্রলীগের সুপার কমিটির সহ সভাপতি।

শিবগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি মো. আলি রাজ, রাজনের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করে বলেন, ব্যক্তির দায় সংগঠন কোনো ভাবেই নেবেনা।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, রাজনের বিরুদ্ধে মোবাইলসহ বিভিন্ন ছিনতায়ের অভিযোগ ছিল। তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, মার্চ ১০, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।