ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খিলগাঁওয়ে রডবোঝাই চোরাই ট্রাক উদ্ধার, আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, অক্টোবর ২, ২০১০

ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ের পুকুরপাড় এলাকা থেকে শুক্রবার দিবাগত রাতে রড বোঝাই ২০ টন ওজনের একটি চোরাই ট্রাক উদ্ধার করেছে পুলিশ। আটক করেছে ট্রাকের তিন ব্যক্তিকে।



আটককৃতরা হচ্ছেন হাবিবুর রহমান (৩৮), টুকু সিকদার (৪০), জাকির হোসেন (৪৫)।

জানা গেছে, শুক্রবার চট্টগ্রাম থেকে মেসার্স নিউ আসলাম ট্রান্সপোর্টের একটি ট্রাক রড নিয়ে নড়াইলের মেসার্স খান ট্রেডার্সের উদ্দেশে ছেড়ে আসে। অথচ চালক ট্রাকটিকে নড়াইলে না নিয়ে ঢাকার খিলগাঁও পুকুরপাড় খেলার মাঠ এলাকায় নিয়ে আসে।

খিলগাঁও থানার অপারেশন অফিসার মাহাবুবে খোদা বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত নয়টার দিকে পুলিশ ট্রাকসহ তিনজনকে আটক করে।

তিনি বলেন, ‘চক্রটি দীর্ঘদিন ধরে ট্রান্সপোর্টের ট্রাক ছিনতাই করে আসছে। ’

এ চক্রের অন্যদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আটককৃতরা পুলিশকে জানায়, তারা রড বোঝাই ট্রাকটি বিক্রির উদ্দেশে নড়াইল না গিয়ে ঢাকায় নিয়ে আসে।

ঘটনার পর থেকেই ট্রাক ড্রাইভার পলাতক রয়েছে।

এ ঘটনায় মেসার্স নিউ আসলাম ট্রান্সপোর্টের কর্মকর্তা জাহাঙ্গীর আলম শনিবার দুপুরে খিলগাঁও থানায় একটি মামলা করেন।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।