ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

খুলনার ডুমুরিয়ায় চরমপন্থি সদস্যের লাশ উদ্ধার

শেখ হেদায়েতুল্লাহ, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, অক্টোবর ২, ২০১০

খুলনাঃ খুলনার ডুমুরিয়া থানা পুলিশ শনিবার দুপুরে উপজেলার খড়িয়া বিল সংলগ্ন খালের পাড়ে পুতে রাখা এক চরমপন্থি সদস্যের লাশ উদ্ধার করেছে। চরমপন্থি এ সদস্যের নাম অধীর মণ্ডল।

সে উত্তর বিল পাবলার পঞ্চানন মণ্ডলের পুত্র। গত ২-৩ দিন পূর্বে তাকে হত্যা করে পুতে রাখা হতে পারে বলে পুলিশ ধারণা করছে।

ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আশরাফ হোসেন বাংলানিউজকে জানান, এলাকাবাসীর খবরের ভিত্তিতে খড়িয়া বিল সংলগ্ন খালের পাড়ে পুতে রাখা একটি লাশ উদ্ধার করা হয়। স্থানীয় অধিবাসীরা উত্তর বিল পাবলা গ্রামের অধীর মন্ডলের বলে শণাক্ত করেন। তার বিরুদ্ধে চরমপন্থি দলের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। সে পালিয়ে বেড়াতো।

অভ্যন্তরীন দ্বন্ধ বা প্রতিপ কেউ তাকে হত্যা করে লাশ গুম করার ল্েয পুতে রাখতে পারে। লাশ  ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৫৪০ঘণ্টা, অক্টোবর ০২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।