ঢাকা, সোমবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

৪০ দিন জামাতে নামাজ, সাইকেল উপহার পেল ২৩ শিশু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৭ ঘণ্টা, মার্চ ১০, ২০২৩
৪০ দিন জামাতে নামাজ, সাইকেল উপহার পেল ২৩ শিশু

খুলনা: খুলনায় টানা ৪০ দিন মসজিদে গিয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করে সাইকেল উপহার পেয়েছে ৫-১০ বছরের ২৩ শিশু।

বৃহস্পতিবার (৯ মার্চ) বাদ আছর খুলনার ফুলতলার মধ্যডাঙ্গার জুড়োকোটে মসজিদুল মোমেনীননে আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ মহিউদ্দীনের পক্ষ থেকে এসব সাইকেল দেওয়া হয়।

যারা ফুলতলার ১১টি মসজিদে একাধারে ফজর এবং এশার নামাজ জামাতের সঙ্গে আদায় করেছে ৪০ দিন, তাদের এ সাইকেল উপহার দেওয়া হয়।

উপহার প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজা। অতিথি হিসেবে ছিলেন ৪ নম্বর ফুলতলা ইউনিয়নের চেয়ারম্যান শেখ আবুল বাশার, আদ-দ্বীন আকিজ মেডিকেল কলেজ খুলনার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ হোসেন আলী এবং ১১টি মসজিদের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

আদ-দ্বীন আকিজ মেডিকেল কলেজ খুলনার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ হোসেন আলী বলেন, খুলনায় এ ধরনের উদ্যোগ এই প্রথম। শিশুকাল থেকেই একজন শিশু যদি নামাজে অভ্যস্ত হয় তাহলে সে বড় হয়েও নামাজি হবে। সেই চিন্তাধারা থেকেই শিশুদের নামাজের প্রতি উদ্বুদ্ধ করতে এই উদ্যোগ। শিশুদের মাঝে উপহার তুলে দেওয়ায় নামাজের প্রতি উৎসাহ বাড়বে।

বাংলাদেশ সময়: ০৭৩৪ ঘণ্টা, মার্চ ১০, ২০২৩
এমআরএম/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।