ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঝিনাইদহে হাসপাতাল ও সিভিল সার্জনের বাসভবনে হামলা, আহত ১

আসিফ ইকবাল কাজল, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, অক্টোবর ২, ২০১০

ঝিনাইদহ:ঝিনাইদহে শনিবার সকালে সদর হাসপাতালের সিভিল সার্জনের বাসভবন এবং হাসপাতালে হামলা ও ভাঙচুর চালিয়েছেন বিক্ষুব্ধ একদল যুবক।

এ সময় তারা হাসপাতালের কর্মচারীদেরও মারধর করেন।

হামলায় নুরুল নামে এক কর্মচারী আহত হয়েছেন।    

জানা গেছে, হাসপাতালের ৩য় ও  ৪র্থ শ্রেণী কর্মচারীর পদে ঘুষ দিয়েও চাকরি না পেয়ে বিক্ষুব্ধ চাকরিপ্রত্যাশীরা এ হামলা চালান।

হামলার সময় হাসপাতাল এলাকায় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময়ে সিভিল সার্জন ও আবাসিক মেডিকেল কর্মকর্তা  কর্মস্থলে উপস্থিত ছিলেন না।

এ বিষয়ে ঝিনাইদহ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন (আরএমও) বাংলানিউজকে জানান, ‘শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ১০/১৫ জনের একদল যুবক প্রথমে সিভিল সার্জন ডা. কেরমাত আলীর বাসায় যায়। সেখানে তাকে না পেয়ে ওয়ার্ডবয় নুরুল ইসলামকে কিল-ঘুষি মেরে আহত করে। ’

তিনি বলেন, ‘এরপর তারা আবাসিক মেডিকেল কর্মকর্তার অফিসে ঢুকে চেয়ার-টেবিলসহ আসবাবপত্র ভাঙচুর করে। ’

হামলার সময় উপস্থিত বিএমএ’র ঝিনাইদহ জেলা শাখার সভাপতি ডা. আজিজুর রহমান, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. দুলাল কুমার চক্রবর্তী ও হাসপাতালের চিকিৎসক ডা. মুস্তাফিজুর রহমান দবির বিক্ষুব্ধ যুবকদের নিবৃত্ত করার চেষ্টা করেন।

এদিকে, চাকরিবঞ্চিত যুবকরা বাংলানিউজকে বলেন,  ‘চাকরি দেওয়ার নাম করে সরকারি দলের কতিপয় নেতা তাদের কাছ থেকে জনপ্রতি ৩ লাখ করে টাকা নিয়েছেন। কিন্তু ফল প্রকাশের পর তারা দেখেন, তালিকায় তাদের নাম ওঠেনি। ’

এ বিষয়ে ঝিনাইদহের সিভিল সার্জন ডা. কেরামত আলী জানান, ‘তিনি এখন ঢাকায় অবস্থান করছেন। ’ হাসপাতালে কী ঘটেছে, তা তার জানা নেই। তিনি জানান, ‘সরকার হাসপাতালের সব নিয়োগ স্থগিত করেছে। ’

ভাঙচুর বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি সগির মিঞার কাছে জানতে চাইলে তিনি বাংলানিউজকে বলেন, ‘হাসপাতালে ভাঙচুর বা হামলা হয়েছে, এমন কথা তাকে কেউ জানায় নি। ’  

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad