ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আজমিরীগঞ্জ কলেজে ছাত্রসংঘর্ষ: আহত ১০, আটক ২

জিয়া উদ্দিন দুলাল, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, অক্টোবর ২, ২০১০

হবিগঞ্জ: হবিগঞ্জের আজমিরীগঞ্জ কলেজে শনিবার দুপুরে দু’গ্রুপের সংঘর্ষে ১০ ছাত্র আহত হয়েছেন। এ সময় কলেজের কয়েকটি কক্ষ ভাঙচুর করা হয়।



খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ২ ছাত্রকে আটক করে।

স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার ১ম বর্ষের ছাত্র সাজিদ মিয়া ও মনিরের মধ্যে মেয়ে সংক্রান্ত বিষয়ে বাকবিতণ্ডা হয়। এরই জের ধরে শনিবার উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। তাদের সঙ্গে যোগ দেয় বহিরাগতরা।

খবর পেয়ে আজমিরীগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) এনামুল হক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতর আলী কলেজে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন।

সংঘর্ষে গুরুতর আহত তোয়েল ভূঁইয়া ওরফে রুহেল, সাজিদ মিয়া ও রহমানকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এছাড়া আব্দুল ওয়াহিদ, রহমান খান ও খায়রুল ভূঁইয়াসহ অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ওসি এনামুল হক বাংলানিউজকে জানান, সংঘর্ষের খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ১ম বর্ষের ছাত্র হুমায়ুন কবির ও সোহেল মিয়াকে আটক করে পুলিশ।

তিনি আরো জানান, এ ঘটনায় কোন মামলা হয়নি। ঘটনাটি সালিশে নিষ্পত্তির চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, অক্টোবর ২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।