ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মুদ্রা পাচারে জড়িতদের নাম বলেছেন বিমানবালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, অক্টোবর ২, ২০১০

ঢাকা: বিদেশি মুদ্রাসহ আটক বিমানবালা কামরুন্নাহার তুতুল (৩৫) রিমান্ডে পুলিশের কাছে মুদ্রা পাচারে জড়িত কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নাম প্রকাশ করেছেন।

তবে তদন্তের স্বার্থে এখনই নামগুলো প্রকাশ করা হচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।

তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, রিমান্ডের প্রথম দিনেই চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন বিমানবালা। মুদ্রা পাচারকারী চক্রের কয়েকজনের নাম বলেছেন তিনি।

এসআই নজরুল ইসলাম বলেন, ‘মামলার জন্য গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর হওয়ায় এ মূহূর্তে জিজ্ঞাসাবাদ থেকে পাওয়া কোনো তথ্য জানানো যাচ্ছে না। ’

তিনি বলেন, ‘তদন্তের স্বার্থেই এসব তথ্য গোপন রাখা হয়েছে। রিমান্ড শেষ হলেই জিজ্ঞাসাবাদে পাওয়া সব তথ্য প্রকাশ করা হবে।

কামরুন্নাহার ছিলেন ঢাকা-দুবাই-লন্ডন রুটে বাংলাদেশ বিমানের বিজি ০১৫ ফাইটের বিমানবালার দায়িত্বে।

ফৌজদারি মামলা দায়েরের কারণে গত বৃহস্পতিবার তাকে চাকরি থেকে সাসপেন্ড করা হয়।

বুধবার সকালে বিভিন্ন দেশের প্রায় আড়াই কোটি টাকা মূল্যের বৈদেশিক মুদ্রাসহ বিমানবালা কামরুন্নাহার তুতুলকে আটক করেন হযরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরের শুল্ক কর্মকর্তারা।

উত্তরা থানা সূত্রে জানা যায়, বিমানবন্দরের ৬ নম্বর গেট দিয়ে ভেতরে ঢোকার সময় তুতুলকে দেখে স্ক্যানিং অপারেটরের সন্দেহ হলে বিষয়টি শুল্ক কর্মকর্তাদের জানানো হয়। এরপর তুতুলের শরীর ও লাগেজ তল্লাশি করে সাতটি দেশের মুদ্রা পাওয়া যায়।

পরে বিমানবালাকে বিমানবন্দর থানায় সোপর্দ করেন শুল্ক কর্মকর্তারা।

এ ঘটনায় উত্তরা থানায় একটি মামলা দায়ের করা হয়।

মামলার পর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করে কামরুন্নাহারকে আদালতে পাঠানো হলে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

শুক্রবার ছিলো রিমান্ডের প্রথম দিন।


বাংলাদেশ সময়: ১৪৩০৫ ঘণ্টা, অক্টোবর ২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad