ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জাবিতে আদিবাসী ছাত্রদের মানববন্ধন

জাবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, অক্টোবর ২, ২০১০

জাবি: আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতিসহ বিভিন্ন দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শনিবার মানববন্ধন ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের আদিবাসী শিার্থীরা।

সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের অমর একুশে’র সামনে এ কর্মসূচির আয়োজন করে ‘সম্মিলিত আদিবাসী ছাত্র-ছাত্রীবৃন্দ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়’ নামের একটি সংগঠন।



সংগঠনের আহ্বায়ক অনাবিল সুইন বলেন, ‘আমরা উপজাতি নই, বরং আদিবাসী হিসাবেই পরিচিত হতে চাই। ’

মৌলিক অধিকারসহ আদিবাসীদের সব ধরনের অধিকার নিশ্চিত করার দাবি জানান তিনি।

সমাবেশে বক্তারা সাংবিধানিক স্বীকৃতিসহ পার্বত্য চট্টগ্রামকে বিশেষ শাসিত আদিবাসী অঞ্চলের মর্যাদা দেওয়ার পাশাপাশি শান্তিচুক্তির বাস্তবায়ন এবং চুক্তির অধীনে হওয়া আইনের সাংবিধানিক স্বীকৃতি ও আদিবাসী অঞ্চলে প্রাকৃতিক সম্পদের ওপর আদিবাসী জনগণের অধিকার সাংবিধানিকভাবে নিশ্চিত করার দাবি করেন।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।