ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সিদ্দিক বাজারে দুর্ঘটনাস্থলে সেনাবাহিনীর টিম

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৯, মার্চ ৭, ২০২৩
সিদ্দিক বাজারে দুর্ঘটনাস্থলে সেনাবাহিনীর টিম ছবি: শাকিল আহমেদ

ঢাকা: রাজধানীর সিদ্দিক বাজারে বিস্ফোরণের ঘটনাস্থলে সেনাবাহিনীর একটি টিম গিয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে এই টিমটি পৌঁছায় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, সেনাবাহিনীর বম্ব ডিসপোজাল ইউনিট, ১২ সদস্যের মিলিটারি পুলিশ ও চিকিৎসকসহ তিনটি অ্যাম্বুলেন্স বিস্ফোরণস্হলে পৌঁছেছে।  

বিকেলে সিদ্দিক বাজারে বিস্ফোরণে রাত সাড়ে ৮টা পর্যন্ত ১৬ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আর আহত হয়েছেন শতাধিক মানুষ। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, মার্চ ৭, ২০২৩
এমআইএইচ/এমইউএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।