ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

রিমান্ডে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে ক্যামেরুনের নাগরিক সিলভার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, অক্টোবর ২, ২০১০

ঢাকা: রাজধানীর উত্তরা থেকে জাল মুদ্রা তৈরির সরঞ্জামসহ আটক ক্যামেরুনের নাগরিক সিলভার মাগলুই ইথা পুলিশ রিমান্ডে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে।

তবে পুলিশের ধারণা, আটক সিলভারের নেতৃত্বে দেশিয় একটি চক্র দেশি ও বিদেশি জাল মুদ্রা তৈরির কাজ করে আসছে।



পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাত ১১টায় উত্তরার ৯ নম্বর সেক্টরের ৭/বি সড়কের ব্যবসায়ী জাকির হোসেনের বাসায় ডলার বিক্রি করতে যান সিলভার। ডলারের আকৃতি দেখে জাকিরের সন্দেহ হলে তিনি বিষয়টি থানায় জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে জাল ডলার, বাংলাদেশি মুদ্রা তৈরির রাসায়নিক সরঞ্জামসহ সিলভারকে আটক করে।

এ ঘটনায় ব্যবসায়ী জাকির হোসেন বাদী হয়ে উত্তরা থানায় সিলভারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। শুক্রবার আটক সিলভারকে আদালতে পাঠানো হলে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন। শনিবার সিলভারের জিজ্ঞাসাবাদ চলছে।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা থানার উপ-পরিদর্শক মো. আলমগীর বাংলানিউজকে জানান, ‘রিমান্ডে সিলভার একেক সময় একেক তথ্য দিচ্ছে। ’ বিভ্রান্তিকর তথ্য দেয়ার কারণে তদন্ত কাজ চালাতে পুলিশের যথেষ্ট বেগ পোহাতে হচ্ছে বলেও জানান তিনি।

তিনি জানান, ‘রিমান্ডে ইতোমধ্যে সিলভার বেশ কয়েকজন বাংলাদেশি সহযোগীর নাম উল্লেখ করেছে। তার দেয়া তথ্যের ভিত্তিতে সহযোগীদের গ্রেফতারের চেষ্টা চলছে। ’

তদন্ত কর্মকর্তা আরো বলেন, ‘জাল মুদ্রা বা মুদ্রা পাচারকারী হিসেবে আটক বিদেশি নাগরিকেরা বরাবরই রিমান্ডে পুলিশকে মিথ্যা এবং ভুয়া তথ্য দিয়ে থাকে। ’

তবে তদন্ত শেষ না হলে পুনরায় সিলভারকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও রিমান্ডের আবেদন করা হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময় : ১৩৩০ ঘণ্টা, অক্টোবর ২, ২০১০।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।