ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

গুলশানে যৌতুকের বলি হলেন ফারজানা আক্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, অক্টোবর ১, ২০১০

ঢাকা: যৌতুকের দাবি পূরণে ব্যর্থ হয়ে পাষণ্ড স্বামীর দেওয়া আগুনে পুড়ে প্রাণ হারালেন ফারাজানা আক্তার (২১) নামের এক গৃহবধূ।

শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানের ৮৮/৩ পশ্চিম কালাচাঁদপুরে এ ঘটনা ঘটে।



বিকেল পাঁচটায় গুলশান থানার এসআই শহীদুল ইসলাম গৃহবধূ ফারজানার মৃতদেহ উদ্ধার  করে রাত ৮টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান।

ফারজানার পিতা ইমাম শেখ ও  গুলশান থানা পুলিশ জানায়, ‘ফারজানার স্বামী হারুনুর রশিদ সবুজ ১ সেপ্টেম্বর যৌতুকের জন্য তাকে চাপ দেন। এ নিয়ে কথ কাটাকাটির এক পর্যায় ফারজানাকে মারধর করেন সবুজ। এ সময় ফারজানার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন পাষণ্ড স্বামী সবুজ। ’

ফারজানার চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে।

তিন সপ্তাহ চিকিৎসার পর গত সপ্তায় ফারজানাকে বাবার বাড়িতে নিয়ে যাওয়া হয়। শুক্রবার বিকেলে মারা যান তিনি।

এ ঘটনার পর পরই গুলশান থানায় মামলা হয়েছে। আসামী হারুনুর রশিদ সবুজ এখনো পালাতক রয়েছেন।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, অক্টোবর ১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।