ঢাকা, মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নির্বাচনের ১৫ মাস পর ভোট গণনায় জয়ী পরাজিত প্রার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, মার্চ ২, ২০২৩
নির্বাচনের ১৫ মাস পর ভোট গণনায় জয়ী পরাজিত প্রার্থী পুনরায় ভোট গণনায় মেম্বার পদে জয়ী হলেন মুকুল হোসেন

সিরাজগঞ্জ: দীর্ঘ প্রায় ১৫ মাস আইনি লড়াই শেষে পুনরায় ভোট গণনায় জয়ী হলেন মুকুল হোসেন নামে এক মেম্বর প্রার্থী। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার পদে বিজয়ী হয়েছেন তিনি।

বুধবার (১ মার্চ) বিকেলে সিরাজগঞ্জ নির্বাচন ট্রাইব্যুনাল সদর কোর্টের বিচারক সুলতান উদ্দিন প্রধানের নির্দেশে পুনরায় ভোট গণনা হয়। ভোট গণনায় মুকুল হোসেন ফুটবল প্রতীকে ৯২০ ভোট পেয়ে ৪৩ ভোটে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোরগ প্রতীকে সাইফুল ইসলাম পেয়েছেন ৮৭৭ ভোট।

বৃহস্পতিবার (২ মার্চ) সকালে সিরাজগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আদালতের নির্দেশে ভোট পুনরায় গণনায় জয়ী হয়েছেন মুকুল হোসেন। তবে এখনো রায় ঘোষণা করেননি বিচারক। পরবর্তী তারিখে এ বিষয়ে রায় ঘোষণা করা হবে।

জানা যায়, ২০২১ সালের ২৮ নভেম্বর রাজাপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডে নির্বাচন হয়। ওই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাইফুল ইসলামের বিরুদ্ধে কেন্দ্র দখলের অভিযোগ করেন মুকুল হেসেন। নির্বাচন শেষে ভোট গণনায় মোরগ প্রতীকে সাইফুল ইসলাম ৯৭৩ ভোট পেয়ে বিজীয় হন। ফুটবল প্রতীকে মুকুল হেসেন ৯৬১ ভোট পান।

এদিকে নির্বাচনে কেন্দ্র দখল, ভোট গণনায় বাধা প্রদান করে সাইফুল ইসলামের বিজয় নিশ্চিত করেছেন বলে দাবি করে মুকুল হোসেন বলেন, সুষ্ঠু ভোট গগনা হলে তিনি বিজয়ী হতেন। পরে ২০২২ সালের ১১ জানুয়ারিতে বেলকুচি আমলি আদালতে পুনরায় ভোট গণনার আবেদন জানিয়ে মামলা করেন মুকুল হোসেন। ১৫ মাস পর দুই প্রার্থীর উপস্থিতে সিরাজগঞ্জ নির্বাচন ট্রাইব্যুনাল সদর কোর্টের বিচারক সুলতান উদ্দিন প্রধানের নির্দেশে পুনরায় ভোট গণনা করা হলে মুকুল হোসেন মোট ৯২০ ভোট পেয়ে বিজয়ী হন।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, মার্চ ২, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।