ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

তৃতীয় পক্ষের কাছে গ্যাস বিক্রির অনুমোদন বাতিলের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, অক্টোবর ১, ২০১০
তৃতীয় পক্ষের কাছে গ্যাস বিক্রির অনুমোদন বাতিলের দাবি

ঢাকা: বহুজাতিক কোম্পানি কেয়ার্ন এনার্জিকে দেওয়া ‘তৃতীয় পক্ষের কাছে গ্যাস বিক্রির’ অনুমোদন বাতিলের দাবি জানিয়েছেন তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ।

তিনি বলেছেন, এ ধরনের সিদ্ধান্ত দেশের জন্য আত্মঘাতী হবে।



শুক্রবার সন্ধ্যায় সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা-ফুলবাড়ী লং মার্চ উপলক্ষে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এর আগে দেশীয় সম্পদের উপর কতৃত্ব প্রতিষ্ঠায় ৭ দফা দাবিতে ২৪-৩০ অক্টোবর ঢাকা-ফুলবাড়ী লং মার্চের ঘোষণা দেওয়া হয়।

আনু মুহাম্মদ বলেন, ‘বর্তমান ও অতীতের  সরকারগুলোর নীতির কারণে দেশের সম্পদের মালিকানা বিদেশি কোম্পানির হাতে চলে যাচ্ছে। এ অবস্থা চলতে থাকলে এক সময় দেশের সম্পদের উপর জনগণের আর কর্তৃত্ব থাকবে না। ’

তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

তিনি আরও বলেন, ‘দেশে এখন চলছে লুটপাটের সংস্কৃতি। এই লুটপাটের হাত থেকে দেশের সম্পদ রক্ষা করতে সবাইকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে তরুণ ও যুব সমাজকে এ বিষয়ে বিশেষ ভূমিকা পালন করতে হবে। ’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসেন প্রিন্স, বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ, ওয়ার্কার্স পাটির্র কেন্দ্রীয় কমিটির সদস্য রাগবি হাসান মুন্না।

ছাত্র নেতাদের মধ্যে কাফি রতন, সাদাকাত হোসেন খান বাবুল, মানবেন্দ্র দেব প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।