ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

টাঙ্গাইলে ৪ টন চোরাই রাবাবসহ ট্রাক আটক

তপু আহম্মেদ, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, অক্টোবর ১, ২০১০
টাঙ্গাইলে ৪ টন চোরাই রাবাবসহ ট্রাক আটক

টাঙ্গাইলঃ টাঙ্গাইল- ময়মনসিংহ সড়কের কালিহাতী উপজেলার রাজাবাড়ী নামকস্থানে তল্লাশি চালিয়ে ৪টন চোরাই রাবারসহ একটি ট্রাক আটক করেছে টাঙ্গাইলের র‌্যাব সদস্যরা। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় টাঙ্গাইল র‌্যাবের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।



র‌্যাব টাঙ্গাইলের এসআই আব্দুর রহীম বাংলানিউজকে জানান, র‌্যাব- ১২ ক্রাইম প্রিভেনশন কোম্পানি (সিপিসি)-৩ টাঙ্গাইলের ডিএডি আইয়ুব আলী’র নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের রাজাবাড়ী নামকস্থানে চেক পোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করেন। এসময় কয়েকজন ব্যক্তি চেকপোস্টের বেশ দুরেই রাস্তার মাঝে একটি ট্রাক রেখে পালিয়ে যায়।

পরে র‌্যাব সদস্যদের সন্দেহ হলে তারা কাছে গিয়ে ট্রাকটিতে বিপুল পরিমাণ রাবার দেখতে পান। পরে ট্রাকটি উদ্ধার করে টাঙ্গাইল র‌্যাব ক্যাম্পে নিয়ে আসা হয়। মেপে ট্রাকটিতে ৪টন রাবার পাওয়া যায়। যার আনুমানিক মূল্য তিন লাখ ২৪ হাজার টাকা।

সন্ধ্যা ৭টায় এ রিপোর্ট লেখার সময় অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে কালিহাতী থানায় মামলার প্রস্তুতি চলছিল।

বাংলাদেশ সময়: ১৯০৫ঘণ্টা, অক্টোবর ০১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।