ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাতক্ষীরায় পোল্ট্রি খামারির লাশ উদ্ধার

মোস্তাফিজুর রহমান উজ্জল, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, অক্টোবর ১, ২০১০

সাতক্ষীরা: সাতক্ষীরা জেলা শহরের কুখরালী এলাকার একটি আমবাগান থেকে হযরত আলী (৪৮) নামের এক পোল্ট্রি খামার মালিকের লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর থানা পুলিশ খবর পেয়ে তার লাশ উদ্ধার করে।

নিহত হযরত আলীর বাড়ি জেলার কালিগঞ্জ উপজেলার ঘুষুড়িয়া গ্রামে।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) শাহজাহান আলী খাঁন বাংলানিউজকে জানান, পোল্ট্রি খামার মালিক হযরত আলী বৃহস্পতিবার সাতীরা শহরের সাগর পোল্ট্রি ফিড এর দোকানে হালখাতা করার জন্য ২ লাখ ৮০ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে সাতীরায় আসে। রাত ৮ টা পর্যন্ত স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে তার যোগাযোগও ছিল।   তারপর থেকে হযরত আলীর মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। শুক্রবার দুপুরের দিকে খবর পেয়ে সদর থানা পুলিশ কুখরালি গফুর সাহেবের আমবাগান থেকে তার লাশ উদ্ধার করে। নিহতের গায়ে একাধিক জখমের চিহ্ন রয়েছে।   তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়ে থাকতে পারে।

এদিকে জিজ্ঞাসাবাদের জন্য তার দ্বিতীয় স্ত্রী মেরীকে আটক করা হয়েছে বলে তিনি জানান।


বাংলাদেশ সময়: ১৮৫০ঘণ্টা, অক্টোবর ০১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।