ঢাকা, মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

জাতীয়

অকটেনের সঙ্গে পানি, পাম্প মালিককে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৩
অকটেনের সঙ্গে পানি, পাম্প মালিককে জরিমানা

শরীয়তপুর: শরীয়তপুরে অকটেনের সঙ্গে পানি মেশানোর দায়ে এক পাম্প মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।  

সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে শরীয়তপুর পৌরসভার মনোহর বাজার এলাকায় সৈয়দ হাজী আব্দুল জলিল ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে এই জরিমানা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র।

 

তিনি জানান, গত ২৪ ফেব্রুয়ারি থেকে একটি অভিযোগ পাচ্ছিলাম সৈয়দ হাজী আব্দুল জলিল ফিলিং স্টেশনে অকটেনের সঙ্গে পানি মিশিয়ে তেল বিক্রি করা হচ্ছে। সেই অভিযোগের ভিত্তিতে আজ এসে পরীক্ষার পর তেলে পানি মেশানোর প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার আইনে পাম্প মালিককে ১০ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়। পাশাপাশি তাদের অকটেনের টাংকিটি সাময়িক বন্ধ ঘোষনা করা হয়। টাংকিটি সম্পূর্ণ রুপে পরিষ্কার করে বিক্রয় যোগ্য হলে আবার বিক্রি করার নির্দেশ দেওয়া হয়েছে।

এসময় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুজন কাজীসহ বিএসটিআইর প্রতিনিধি ও পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।