ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শিয়াল ঠেকাতে পাতা বৈদ্যুতিক তারে জড়িয়ে নারীর মৃত্যু

কাওছার হোসেন, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, অক্টোবর ১, ২০১০

বরিশাল: শিয়াল ঠেকাতে পোল্ট্রি ফার্মের চতুর্দিকে পাতা বৈদ্যুতিক তারে জড়িয়ে এক নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুর পৌনে ২টায় বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের জুগিরহাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।



নিহতের নাম বিলকিস বেগম (৪৫)।   তিনি ওই এলাকার আজিজ হাওলাদারের স্ত্রী ও পোল্ট্রি ফার্ম মালিক সজিব বালীর মামী।

উজিরপুর থানার উপপরিদর্শক (এসআই) শামিম শেখ বাংলানিউজকে জানান, শিয়ালের উৎপাত ঠেকাতে পোল্ট্রি ব্যবসায়ী সজিব বালী তার ফার্মের চতুর্দিকে বৈদ্যুতিক তার পেঁচিয়ে রাখেন। তারে বিদ্যুৎ সংযোগও ছিল। দুপুরে বিলকিস বেগম ফার্মের আশপাশে গরু চরাতে গেলে ওই তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান।

পল্লী বিদ্যুৎ শোলক ইউনিয়নের ইনচার্জ মাদব বক্স বাংলানিউজকে জানান, ফার্মের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, অক্টোবর ১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।