ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হবিগঞ্জে পাচারকালে ২৫ লাখ টাকার রাবার জব্দ, ইউপি সদস্য আটক

মোঃ জিয়া উদ্দিন দুলাল, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, অক্টোবর ১, ২০১০

হবিগঞ্জ: জেলার বানিয়াচং উপজেলার বলাকিপুর হাওর থেকে শুক্রবার পাচারের সময় প্রায় ১০ হাজার বস্তা রাবার জব্দ করেছে পুলিশ। জব্দকৃত রাবারের মূল্য আনুমানিক ২৫ লাখ টাকা।



পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ফজলু মিয়া নামে এক ইউপি সদস্যকে আটক করা হয়েছে।

বানিয়াচং থানার এসআই প্রভাকর বাংলানিউজকে জানান, বাহুবল-ঢাকা নৌ-রুটে রতœা নদীর বলাকিপুরে একটি ইঞ্জিনচালিত নৌকা থেকে রাবারগুলো জব্দ করা হয়। এ সময় বাহুবল উপজেলার সাতকাপন ইউপি সদস্য ফজলু মিয়াকে আটক করা হয়।

তিনি আরও জানান, রাবার ভর্তি নৌকাটি নিয়ে হবিগঞ্জের বাহুবল থেকে ঢাকা যাচ্ছিল।

আটক ইউপি সদস্য ফজলু মিয়া জানান, বাহুবলের পুটিজুরি ইউপি চেয়ারম্যান ও জেলা শ্রমিক লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুদ্দত আলীর সোনার বাংলা এন্টারপ্রাইজ, বাহুবল উপজেলার মিরপুরের হেকিম মিয়ার ইস্টার্ন এন্টারপ্রাইজ ও সাতগাঁও এলাকার ফুল মিয়ার দাশ এন্টারপ্রাইজের নামে রাবারগুলো পাচার করা হচ্ছিল।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বানিয়াচং থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।