ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিলেটে ছুরিকাঘাতে ১জন নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, অক্টোবর ১, ২০১০

সিলেট: পূর্ব শত্রুতার জের ধরে সিলেটে প্রতিপক্ষের ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ১০ জন।



শুক্রবার সকালে তিলকপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম তরিক উল্লাহ (৪৫)। তিনি পেশায় রাজমিস্ত্রি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল নয়টায় তিলকপুর গ্রামের শুকুর আলীর বাড়িতে একটি সালিশ বৈঠক বসে। সালিশের শেষ পর্যায় সকাল ১১টার দিকে দুইপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাজির আলী, ফটিক মিয়ার নেতৃত্বে ৭/৮ জন প্রতিপক্ষের ওপর হামলা চালায়। এতে তরিক উল্লাহ, তার ভাইয়ের ছেলে দুদু মিয়া ও সইল মিয়া মারাত্মক আহত হন।

আহতদের হাসপাতালে নেওয়ার পথে তরিক উল্লাহ মারা যান। অন্য দুইজন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সিলেট কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মোয়াজ্জেম করিম বাংলানিউজকে বলেন, ‘সালিশে কথা কাটাকাটির এক পর্যায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে তরিক উল্লাহ নিহত হয়েছেন। আমরা দোষীদের গ্রেপ্তারের চেষ্টা করছি। ’

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।