ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

মাজেদুর রহমান, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, অক্টোবর ১, ২০১০
জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

জয়পুরহাট: জয়পুরহাট-হিলি সড়কের আটাপাড়া বিডিআর ক্যাম্পের কাছে শুক্রবার দুপুরে বাস ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এসয়ম চারশিশুসহ কমপে সাতজন আহত হন।



নিহতরা হলেন অটোরিক্সার চালক মোহাম্মদ আলী। যাত্রী বাবু এবং তার মেয়ে কানিজ (১২)। এরা সবাই হাকিমপুর উপজেলার চুড়িপট্টি ও চণ্ডিপুরের বাসিন্দা।
 
প্রত্যদর্শীরা জানান, দুপুর ১টার দিকে হিলি থেকে একটি অটোরিক্সা পাঁচবিবি যাওয়ার পথে আটাপাড়া বিডিআর ক্যাম্পের কাছে জয়পুরহাট থেকে হিলিগামী একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় অটোরিক্সা দুমড়ে মুচড়ে গেলে যাত্রীরা বাসের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই চালকসহ তিনজন নিহত হন। এসময় আহত হন সাতজন।

আহতদের জয়পুরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাঁচবিবি থানার ওসি বিমান চন্দ্র কর্মকার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।