ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভাঙন থেকে কুঠিবাড়ী রক্ষায় ব্যবস্থা গ্রহণের আশ্বাস পানিমন্ত্রীর

শরীফ বিশ্বাস, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, অক্টোবর ১, ২০১০
ভাঙন থেকে কুঠিবাড়ী রক্ষায় ব্যবস্থা গ্রহণের আশ্বাস পানিমন্ত্রীর

কুষ্টিয়া: কুষ্টিয়ার শিলাইদহে বিশ্বকবি রবি ঠাকুরের স্মৃতিবিজড়িত কুঠিবাড়ী যাতে নদীর করাল গ্রাসে নিমজ্জিত না হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন।

শুক্রবার দুপুরে কুঠিবাড়ী ও সংলগ্ন নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শনকালে তিনি এ আশ্বাস দেন।



দুপুর সাড়ে ১২টায় কুঠিবাড়ী পরিদর্শন শেষে কুঠিবাড়ী সংলগ্ন পদ্মানদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন মন্ত্রী।

এছাড়া বানিয়াপাড়া, কালুয়া, বেড়কালুয়া ও সুলতানপুর ভাঙন কবলিত এলাকাও পরিদর্শন করেন তিনি।

এসময় কুষ্টিয়ার জেলা প্রশাসক আব্দুর মান্নান, পুলিশ সুপার শাহাবুদ্দিন খান, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী (ফরিদপুর জোন) আব্দুল মান্নান, গঙ্গা-কপোতা সেচ প্রকল্পের প্রকল্প পরিচালক আক্তার হোসেন, কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুস সাত্তার, কুমারখালী উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ প্রমুখ উপস্থিত ছিলেন।

বিকেলে দেশের বৃহত্তর সেচ প্রকল্প গঙ্গা-কপোতা পাম্প হাউস পরিদর্শন করেন মন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, অক্টোবর ১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।