ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাবনায় পৃথক ঘটনায় শিশুসহ ৩ জনের মৃত্যু

শাহীন রহমান, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, অক্টোবর ১, ২০১০

পাবনা: পাবনার চাটমোহর ও সাঁথিয়া উপজেলায় পৃথক ঘটনায় শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে।

চাটমোহর থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হোসেন বাংলানিউজকে জানান, শুক্রবার সকাল ৯টার দিকে রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আব্দুস সালাম (৩৫) নামে এক ব্যক্তি নিহত হন।



ঘটনার সময় তিনি দাঁথিয়া ব্রিজের কাছে রেললাইনের পাশে গরু চরাচ্ছিলেন। এসময় হঠাৎ ট্রেন আসায় তিনি তার গরু রেললাইন থেকে সরাতে গেলে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন।

নিহত ছালাম উপজেলার দাঁথিয়া কয়ড়াপাড়া গ্রামের মৃত মাদার মণ্ডলের ছেলে।

এদিকে জেলার সাঁথিয়া উপজেলায় শুক্রবার সকাল ১০টার দিকে পানিতে ডুবে স্বপন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শিশু স্বপন বাড়ির পাশের পুকুরে খেলা করতে গিয়ে পানিতে ডুবে যায়।

অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে প্রায় দুই ঘণ্টা পর পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত শিশু উপজেলার দণি চকপাট্টা গ্রামের ওসমান ফকিরের ছেলে।

অপরদিকে চাটমোহর উপজেলার খৈরাশ গ্রামে বৃহস্পতিবার রাতে রুহুল আমীন (২৫) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

নিহত রুহুল আমীন খৈরাশ গ্রামের আব্দুস সামাদের ছেলে।

পারিবারিক কলহের জের ধরে বাড়ির পাশে আমগাছের গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।

শুক্রবার সকালে তার ঝুলন্ত লাশ দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে পাবনা মর্গে পাঠায়।

এ ব্যাপারে চাটমোহর থানায় ইউডি মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, অক্টোবর ১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।