ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মুন্সীগঞ্জে অর্ধ শতাধিক কাকের মৃত্যু: অ্যানথ্রাক্স আতঙ্ক

ফারহানা মির্জা, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৭ ঘণ্টা, অক্টোবর ১, ২০১০

মুন্সীগঞ্জ: জেলার টঙ্গীবাড়ি উপজেলার নয়ানন্দ গ্রামে গত তিনদিনে অর্ধ শতাধিক কাক মারা গেছে। এ ঘটনায় অ্যানথ্রাক্স আতঙ্কে ভুগছেন এলাকাবাসী।



একসঙ্গে এতোগুলো কাক মারা যাওয়ার কারণ উদঘাটনে বৃহস্পতিবার দু’টি মৃত কাক পরীক্ষার জন্য ঢাকার কেন্দ্রীয় গবেষণাগারে পাঠিয়েছেন প্রাণিসম্পদ বিভাগের লোকজন।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মৃনাল কান্তি ঘোষ বৃহস্পতিবার রাতে বাংলানিউজকে জানান, মৃত্যুবার্ষিকীর দাওয়াত খাওয়ানো উপলক্ষে মঙ্গলবার আলমাজ হাজীর বাড়ির পাশে ৪টি গরু জবাই করা হয়। ওইসব গরুর রক্ত জমা করা হয় বাড়ির পাশে একটি ডোবায়। ওই ডোবা এলাকায় বুধবার থেকে কাকগুলো মরতে শুরু করে। ’

ডোবা থেকে প্রায় আধ কিলোমিটার দূরেও মরা কাক পড়ে থাকতে দেখা গেছে স্বীকার করে তিনি বলেন, ‘এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী। ’

আতঙ্কিত এলাকাবাসীর উদ্দেশে তার বক্তব্য, ‘কাকের কখনও অ্যানথ্রাক্স হয় না। হয়তো রক্তের সঙ্গে অন্য কোনো ব্যাক্টেরিয়া মিশে গিয়ে খাদ্যে বিষক্রিয়ায় কাকগুলো মারা গেছে। তাই আতঙ্কের কোনো কারণ নেই। ’

তবে যারা এ গরুর মাংস খেয়েছেন তাদের কোনো সমস্যা হয়নি বলেও জানান মৃনাল কান্তি ঘোষ।

তিনি দাবি করেন, ‘মুন্সীগঞ্জ এখনও অ্যানথ্রাক্সমুক্ত এলাকা। ’

টঙ্গীবাড়ি উপজেলা প্রাণিসম্পদ কর্মকতা ডা. এসএম উকিল উদ্দিন বাংলানিউজকে জানান, ‘রক্ত খাওয়ার সঙ্গে সঙ্গে কাকগুলো মারা যায়নি। গরু জবাই করার পরদিন এ ঘটনার সূত্রপাত। ’

তিনি জানান, ‘বাড়ির লোকজন ভয়ে গরুর রক্ত ধুয়ে ফেলায় রক্তের নমুনা সংগ্রহ করা যায়নি। গরুর মাংসও অবশিষ্ট নেই। ’

টঙ্গীবাড়ি উপজেলা নির্বার্হী কর্মকর্তা আব্দুল জলিল জানান, ‘প্রথমে আতঙ্ক সৃষ্টি হলেও এখন এখানে অবস্থা স্বাভাবিক। ’

স্থানীয় বাসিন্দা মো. সোহাগ জানান, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে কোনো মৃত কাক দেখা যায়নি। সব সরিয়ে ফেলা হয়েছে। তবে যারা মৃত্যুবার্ষিকীর দাওয়াত খেয়েছেন তারা আতঙ্কে রয়েছেন। ’

বাংলাদেশ সময়: ০২৪৮ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।