bangla news

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০-০৯-৩০ ১০:৩০:৫৩ এএম

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ১ জন আহত হয়েছে। আহতকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের তিন আরোহীর ২ জন নিহত ও ১ জন আহত হয়।

দিনাজপুর : দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ১ জন আহত হয়েছে। আহতকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের তিন আরোহীর ২ জন নিহত ও ১ জন আহত হয়।

প্রত্যদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৪টায় দিনাজপুর-সেতাবগঞ্জ সড়কের বিরল উপজেলার অন্তর্গত ধুকুরঝাড়ী লোহার ব্রিজের কাছে যাত্রীবাহী বাস ও মোটারসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এর ফলে ঘটনাস্থলেই মোটারসাইকেল আরোহী বিরল উপজেলার ফরকাবাদ গ্রামের আবুল হোসেন পুত্র আবু সুফিয়ান (২৮) নিহত হয়। মোটারসাইকেলের অপর আরোহী ফরকাবাদ গ্রামের তমিজ উদ্দীনের পুত্র তোজাম্মেল হক (৩০) গুরুতর আহত হন। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর বিকেল ৫টায় তার মৃত্যু হয়। মোটরসাইকেল আরোহী অপর যুবক রুবেরকে (২৫) আশঙ্কাজনক অবস্থায় দিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পরপরই বিুদ্ধ জনতা প্রায় ১ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও দিনাজপুর এএসপি ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

বাংলাদেশ সময় : ২০১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১০

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2010-09-30 10:30:53