ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

পাচার হওয়া ৩ তরুণীকে ২ বছর পর ফিরিয়ে দিলো বিএসএফ

জামাল হোসেন, বেনাপোল প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১০

বেনাপোল: দু’বছর আগে ভারতে পাচার হওয়া তিন তরুণীকে বৃহস্পতিবার বিকেলে বেনাপোল চেকপোস্ট দিয়ে বিডিআরের কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

তরুণীরা হলেন- পিরোজপুর জেলার নেছারাবাদ থানার বিষুকাটি গ্রামের অনিল চন্দ্র বিশ্বাসের কন্যা দিপু বিশ্বাস (১৮), একই থানার পুর্বজলা বাড়ি গ্রামের কার্তিক চন্দ্র মিস্ত্রীর কন্যা আল্পনা ওরফে সাবিত্রী মিস্ত্রী (১৬) ও ঢাকার ডেমরা থানার দেলাবামুইল এলাকার বিলাল হোসেনের কন্যা মিনা আক্তার (১৫)।



২২ রাইফেলস ব্যাটালিয়নের চেকপোস্ট কমান্ডার হারুন-অর-রশিদ বাংলানিউজকে জানান, দু’বছর আগে ভালো কাজের প্রলোভন দেখিয়ে এক পাচারকারী চক্র ওই তিন তরুণীকে ভারতে পাচার করে।

পাচার হওয়ার পর ২০০৮ সালে ভারতের মুম্বাই পুলিশের হাতে ওই তিন তরুণী আটক হন।

এরপর আদালতের মাধ্যমে বোম্বের ‘লিলিয়া’ নামের এক বেসরকারি সংস্থা তাদের হেফাজতে নিয়ে নেয়। পরে তাদের নাম ঠিকানা নিয়ে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির সঙ্গে যোগাযোগ করে।

উভয় দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে দীর্ঘ চিঠি চালাচালির পর বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে তাদের বিডিআরের কাছে হস্তান্তর করে বিএসএফ।

পরে বিডিআর তাদের বেনাপোল পোর্ট থানা পুলিশের হাতে তুলে দেয়।

পোর্ট থানা পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে তরুণীদের মহিলা আইনজীবী সমিতির প্রতিনিধিদের হাতে তুলে দেয়।

মহিলা আইনজীবী সমিতি ওই তিন তরুণীকে তাদের অভিভাবকের কাছে পৌঁছে দেবে।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।