ঢাকা, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

জাতীয়

জমি নিয়ে বিরোধের জেরে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৪৬, ফেব্রুয়ারি ১৯, ২০২৩
জমি নিয়ে বিরোধের জেরে কুপিয়ে হত্যা

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল মান্নান মন্ডল (৪৮) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশির বিরুদ্ধে।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের কচুয়াদহ গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল মান্নান মন্ডল মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের চিথলিয়া এলাকার মক্কেল আলীর ছেলে। তিনি কচুয়াদহ এলাকায় বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল মান্নান মন্ডল জমি কিনে শ্বশুরবাড়ি কচুয়াদহ এলাকায় বসবাস করতেন। ওই জমি নিয়ে প্রতিবেশী আলামিন মন্ডলের ছেলে ফিরোজ আলীর সঙ্গে বিরোধ চলছিল তার। সন্ধ্যায় আব্দুল মান্নান মন্ডল নিজ বাড়িতে গোসল করার সময় তাকে হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করে ফিরোজ। পরে তাকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৮৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।