ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিলেট মহানগরে নতুন চারটি থানা হবে: আইজিপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১০

সিলেট: সিলেট মেট্রোপলিটন পুলিশের আওতায় নতুন চারটি থানা হবে। খুব শিগগিরই দু’টি থানা স্থাপনের কাজ শুরু হবে।

পর্যাক্রমে বাকি দু’টি থানারও কার্যক্রম শুরু হবে।

বৃহস্পতিবার সিলেট মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় আইজি হাসান মাহমুদ খন্দকার এ কথা জনান।

আইজিপি পুলিশের ইমেজ সংকটের কথা স্বীকার করে বলেন, পুলিশকে জনবান্ধব হিসেবে গড়ে তুলতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

পাবনার ঘটনার প্রভাব পুলিশের মধ্যে পড়বে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। পুলিশের সঙ্গে এমন দ্বন্দ্বের প্রশ্নই আসে না। পুলিশ কোনো দলের সঙ্গে সখ্য করে না। আবার কোনো দলের সঙ্গে পুলিশের বৈরিতাও নেই। পুলিশ আইন অনুযায়ী কাজ করে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডা. আফতাব উদ্দিন আহমেদ প্রমুখ।

এর আগে আইজিপি হাসান মাহমুদ খন্দকার সিলেটের আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।

পুলিশের আইজি হিসেবে দায়িত্ব নেওয়ার পর হাসান মাহমুদ খন্দকার প্রথম সিলেট সফর করলেন।

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ