ঢাকা, সোমবার, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৩ জুন ২০২৪, ২৫ জিলকদ ১৪৪৫

জাতীয়

শ্রীপুরে কারখানার ভবন ধসে দুই শ্রমিক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৩
শ্রীপুরে কারখানার ভবন ধসে দুই শ্রমিক নিহত

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার দক্ষিণ ভাংনাহাটি ছাপিলাপাড়া এলাকায় নির্মাণাধীন ভবন ধসে দুই শ্রমিক নিহত হয়েছে।  

নিহতরা হলেন- লালমনিরহাটের কালিগঞ্জ থানার কাশিরাম এলাকার মো. কান্দুরার ছেলে আরিফুল ইসলাম (২৪) ও আরেকজনের পরিচয় জানা যায়নি।

 

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে ওই এলাকায় হ্যামস গার্মেন্টস লিমিটেডে এ ঘটনা ঘটে।  

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, দক্ষিণ ভাংনাহাটি ছাপিলাপাড়া এলাকায় হ্যামস গার্মেন্টস লিমিটেডের কারখানার ভবনের ঢালাইয়ের কাজ চলছিল। বিকেলে হঠাৎ নির্মাণাধীন ভবনটি ছাদ ধসে পড়ে। এতে ভবনের নির্মাণ সামগ্রীর নিচে কয়েকজন শ্রমিক চাপা পড়েন। এ সময় স্থানীয় লোকজন তাদের উদ্ধারের চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসের খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে একজনকে মৃত অবস্থায় উদ্ধার করে। এ সময় আরো কয়েকজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে আরেকজনের মৃত্যু হয়।  

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, নির্মাণাধীন ভবন ধসে নিচে চাপা পড়ে দুইজন মারা গেছে। কর্তৃপক্ষের তথ্য মতে কেউ নিখোঁজ নেই। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।  

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৩ 
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।