ঢাকা, সোমবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৬ মে ২০২৪, ২৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কিশোরগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৩
কিশোরগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে জাতীয় সাংবাদিক সংস্থার ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।  

এ উপলক্ষে রোববার (১২ ফেব্রুয়ারি) শোভাযাত্রা, সাংবাদিক সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করে জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিট।

 

এদিন সকালে জেলা শহরের আখড়াবাজার ব্রিজ সংলগ্ন শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান।  

উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে সাংবাদিক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিটের সভাপতি মো. রেজাউল হাবীব রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিআরডিবির সাবেক পরিচালক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. নিজাম উদ্দিন। প্রধান আলোচক ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার জেলা ইউনিটের প্রধান সমন্বয়কারী সাইফউদ্দিন আহমেদ লেনিন।

জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিটের সাধারণ সম্পাদক মো. আমিনুল হক সাদীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, সরকারি চাকরিজীবী কল্যাণ ফোরামের ব্যবস্থাপনা পরিচালক সারোয়ার আহম্মদ খান, তাড়াইল প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক সংস্থার উপদেষ্টা দেওয়ান ফারুক দাদ খান, করিমগঞ্জ সাংবাদিক সংস্থার উপদেষ্টা শেখ আবুল মনসুর লনু, সাংবাদিক সংস্থার জেলা ইউনিটের সহসভাপতি নজরুল ইসলাম খায়রুল, আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সম্পাদক শফিক কবির, সাংগঠনিক সম্পাদক ফারুকুজ্জামান, অর্থ সম্পাদক মো. আবুল কাশেম, সহপ্রশিক্ষণ সম্পাদক কামরুজ্জামান তামীমসহ অনেকে।  

জাতীয় সাংবাদিক সংস্থার ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে কিশোরগঞ্জ সদর, হোসেনপুর, তাড়াইল, করিমগঞ্জ ও কটিয়াদী উপজেলা ইউনিটসহ সাংবাদিক সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।  

পরে প্রশিক্ষণার্থী সংবাদকর্মীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।