ঢাকা, মঙ্গলবার, ৫ আষাঢ় ১৪৩১, ১৮ জুন ২০২৪, ১০ জিলহজ ১৪৪৫

জাতীয়

কিশোরের একাধিক ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৩
কিশোরের একাধিক ছুরিকাঘাতে যুবকের মৃত্যু রাজিব

কুমিল্লা: কুমিল্লায় কিশোরের ছুরিকাঘাতে রাজিব (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন।  পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাতে নগরীর গোবিন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে।

রাজিব (১৯) রংপুর জেলার বাসিন্দা। গোবিন্দপুর পশ্চিমপাড়ার কাজী ইউসুফ মিয়ার বাসায় ভাড়া থাকতেন তিনি। এদিকে খুনের ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ওই যুবকও একই এলাকার ভাড়াটিয়া। তার নাম মো. রাব্বি (১৭)।

জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে রাব্বি ছুরিকাঘাত করে রাজিবকে। একাধিক ছুরিকাঘাতে রাজিব মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। পরবর্তীতে রাত সাড়ে ১০টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা যান তিনি।

শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ বলেন, অভিযুক্ত রাব্বিকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। দু’জনেই ওই এলাকায় ভাড়া বাসায় থাকতেন, এজন্য স্থানীয়রাও তাদের বিষয়ে জানেন না।

তিনি বলেন, নিহতের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৩
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।