ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজধানীতে আইনজীবীকে হত্যার হুমকি

সিনিয়র করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৫ ঘণ্টা, জুন ২৭, ২০১০

ঢাকা : সুপ্রিমকোর্টের আইনজীবী মনজিল মোরশেদের কাছে এক কোটি টাকা চাঁদা দাবি করে হত্যার হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। কাফনের কাপড়সহ পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, চাঁদা না দিলে ছেলেমেয়েসহ তাকে হত্যা করা হবে।



অ্যাডভোকেট মনজিল মোরশেদ এ বিষয়ে শনিবার রাতে নিউমার্কেট থানায় একটি জিডি করেন। চাঁদাবাজদের হুমকির মুখে নিরাপত্তাহীনতার মধ্যে থাকার কথাও উল্লেখ করেন তিনি।

রাতে আইনজীবী মনজিল মোরশেদ বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, এর আগে চাঁদাবাজরা নিজেদেরকে সন্ত্রাসী ইমনের লোক বলে দাবি করে তার স্ত্রী হালিমা আক্তারের মোবাইল ফোনে হুমকি দেয়। সন্ত্রাসীরা তার কাছেও এক কোটি টাকা চাঁদা দাবি করে।

গত ২২ জুন তার বাসায় চিঠিসহ কাফনের কাপড় পাঠিয়ে অবিলম্বে দাবিকৃত চাঁদা পরিশোধের জন্য তাগিদ দেয়। শনিবার দিনভর বিভিন্ন নম্বর থেকে টেলিফোন করে দফায় দফায় হুমকি ও ভয় দেখানোর পর তিনি নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেন।

নিউমার্কেট থানার উপ-পরিদর্শক হেদায়েত হোসেন জিডির বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মোবাইলের কললিস্ট পরীক্ষা করে চাঁদাবাজদের চিহ্নিত করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ স্থানীয় সময় : ১০৩০ ঘ. ২৭ জুন ২০১০
এসআরআর/এজে/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।