ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শপথ নিলেন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১০
শপথ নিলেন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক

দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন এবিএম খায়রুল হক।

বৃহস্পতিবার সকাল পৌনে ১১টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান তাকে শপথবাক্য পাঠ করান।



শপথ গ্রহণের পর দেয়া এক বিবৃতিতে আইন মন্ত্রণালয়কে ৫ম সংশোধনীর রায়ের আলোকে সংবিধান পুনঃমুদ্রণের আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক।

এর আগে শপথ অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার অ্যাডভোকেট আবদুল হামিদ, আপিল বিভাগের বিচাপরতিরা, বিদায়ী প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম, সাবেক প্রধান বিচারপতি লতিফুর রহমান, মাহমুদুল আমীন চৌধুরী ও মো. রুহুল আমিন, মন্ত্রিপরিষদের সদস্য এবং তিন বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন।

আপিল বিভাগের বিচারক এবিএম খায়রুল হককে ২৬ সেপ্টেম্বর প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রী পরিষদ সচিব এম আব্দুল আজিজ।

সদ্য বিদায়ী প্রধান বিচারপতি মো. ফজলুল করিম আজ বৃহস্পতিবার থেকে অবসরে গেছেন।

খায়রুল হক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি নেওয়ার পর লন্ডনের লিংকনস ইন থেকে বার অ্যাট ল’ করেন।

মাদারীপুর জেলার রাজৈর থানার আড়াইপাড়া গ্রামে ১৯৪৪ সালের ১৮ মে জন্মগ্রহণ করেন খায়রুল হক। তিনি ১৯৬০ সালে ম্যাট্রিকুলেশন পাস করেন। ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি নেওয়ার পর ১৯৭৫ সালে লন্ডনের লিংকনস ইন থেকে বার অ্যাট ল’ করেন।

আইনজীবী হিসেবে যাত্রা শুরু করেন ১৯৭০ সালে। এরপর ১৯৭৬ সালে হাইকোর্টে এবং ১৯৮২ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

তিনি ১৯৭৮ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে খ-কালীন শিক ছিলেন।

খায়রুল হক ১৯৯৮ সালের ২৭ এপ্রিল হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান ২০০০ সালের ২৭ এপ্রিল। আর আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ পান ২০০৯ সালের ১৪ জুলাই।

মো. আব্দুল মতিন ও বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান আপিল বিভাগে খায়রুল হকের জ্যেষ্ঠ দুই বিচারপতি।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, ৩০ সেপ্টেম্বর, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।