ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

লালমনিরহাটে নাইটকোচ থেকে দেড় কোটি টাকার হেরোইন উদ্ধার

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১০
লালমনিরহাটে নাইটকোচ থেকে দেড় কোটি টাকার হেরোইন উদ্ধার

লালমনিরহাট: জেলার বুড়িমারী স্থলবন্দর থেকে ঢাকাগামী নাইটকোচ খালেক এন্টারপ্রাইজে বুধবার রাতে তল্লাশি চালিয়ে দেড় কোটি টাকা মূল্যের দেড় কেজি ওজনের হেরোইন উদ্ধার করেছে টাস্কফোর্স।
 
হেরোইন পাচারের সঙ্গে জড়িত সন্দেহে নাইটকোচের চালক, সুপারভাইজারসহ ৫ যাত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।



টাস্কফোর্স টিমের প্রধান লালমনিরহাট ৩১ রাইফেলস ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আসলাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা আনুমানিক রাত সাড়ে দশটায় নাইটকোচটিতে তল্লাশি চালিয়ে ৫টি পলিথিনের প্যাকেটে মোড়ানো দেড় কেজি ওজনের এসব হেরোইন জব্দ করেন।

এ ব্যাপারে লালমনিরহাট সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে জানিয়েছে টাস্কফোর্স টিম।

বাংলাদেশ সময়: ০০২০ ঘন্টা। ৩০ সেপ্টেম্বর ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad