ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চট্টগ্রামে দূর্গা মণ্ডপে থাকবে দু’হাজার নিরাপত্তাকর্মী

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১০

চট্টগ্রাম: দূর্গা পূজায় চট্টগ্রামে ২২০টি পূজা মণ্ডপের নিরাপত্তার জন্য ২ হাজার পুলিশ ও আনসার মোতায়েন করা হচ্ছে। এছাড়া র‌্যাবের নিয়মিত টহলের পাশাপাশি বিডিআর সদস্যদের স্টাইকিং রিজার্ভ ফোর্স হিসেবে প্রস্তুত রাখা হবে।



বুধবার সন্ধ্যায় পূজা উদযাপন পরিষদ নেতাদের সঙ্গে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনারের এক মত বিনিয়ম সভায় এই নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানানো হয়।

সভায় সিএমপি কমিশনার মোহাম্মদ আবুল কাশেম সভাপতিত্ব করেন।

সভাশেষে আরও বলা হয়, বিজয়া দশমীর প্রতিমা নিরঞ্জনের দিন পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় উপকূলরী কোস্টগার্ডও মোতায়েন থাকবে। নিরাপত্তা ব্যবস্থা তদারকির জন্য পুলিশ প্রশাসনের প থেকে খোলা হবে নিয়ন্ত্রণ ক।  

১৩ অক্টোবর ষষ্ঠী পূজার মাধ্যমে শুরু হবে পাঁচ দিন ব্যাপী হিন্দুধর্মালম্বীদের প্রধানতম ধর্মীয় উৎসব দূর্গা পূজা।

বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ