ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ট্রেনে মিলল ৩২ মণ জাটকা, বিতরণ এতিমখানায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৩
ট্রেনে মিলল ৩২ মণ জাটকা,  বিতরণ এতিমখানায়

চাঁদপুর: চাঁদপুর শহরের কোর্ট স্টেশন এলাকায় চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেন থেকে ১ হাজার ৩০০ কেজি (৩২.৫মণ) জাটকা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাতে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর ও চাঁদপুর সদর উপজেলা মৎস্য অফিস শহরের কালিবাড়ি কোর্ট রেলস্টেশন এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানে চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনের মালবাহী একটি বগিতে তল্লাশি করে ১৩০০ কেজি (৩২.৫ মন) জাটকা উদ্ধার করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম।

তিনি আরও বলেন, পরবর্তীতে উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে উদ্ধার হওয়া জাটকা স্থানীয় এতিমখানা ও অসহায় মানুষদের মাঝে বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad