ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে চালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৩
বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে চালক নিহত

নারায়ণগঞ্জ: বুড়িগঙ্গা নদীতে পটুয়াখালীগামী এম ভি প্রিন্স কামাল-১ নামে একটি লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে চালক নিহত হয়েছেন।  

শুক্রবার (২৭ জানুয়ারি) রাত ৮টায় নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদীর ফতুল্লা লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ট্রলার চালকের নাম মনির। তিনি কেরানীগঞ্জ থানার কান্দাপাড়ার আলী আকবর ফকিরের ছেলে। নিহত নিজেই ট্রলারের চালক এবং মালিক বলে জানা যায়।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা বিসিক ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার সুমন জানান, এমভি প্রিন্স কামাল-১ নামে পটুয়াখালীগামী একটি যাত্রীবাহী লঞ্চ ফতুল্লা খেয়াঘাটে থাকা ট্রলারের ওপর সজোরে ধাক্কা দেয়। এতে ট্রলারে থাকা মনির নামে এক ব্যক্তি লঞ্চ ও ট্রলারের নীচে তলিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

পাগলা নৌ-ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ইয়ার আলী জানান, ট্রলার দুর্ঘটনায় মনির নামের একজন মারা গেছে। লঞ্চটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৩
এমআরপি/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad